
পরিস্থিতি
-রবিন রায়
∼∼∼∼∼∼∼∼∼
ছনের ছাউনি দেওয়া মাটির ঘরে,
জ্বলন্ত ও প্রদীপখানি শোভা ভরে।
নাতি তার ও শিখায়,
মিঠালো সেই প্রভায়
প্রতিজ্ঞা ছিলো আলো দান তরে।
সেই আধো আলো আধো ছায়ার,
পরিবেশ ছিলো যে অতীব মায়ার।
আবেশিত স্নিগ্ধতায়,
আবেগেরই মুগ্ধতায় ;
প্রণয়ের সুখ ছিলো শরমে হায়ার।
লাজুকলতারই দোলা মৃদু বাতাসে,
প্রোজ্জ্বল ধ্রুবতারা স্থির আকাশে।
চাঁদ দিতো আলো,
রজত রূপে ভালো;
স্নেহ, প্রেম, মায়া, মমতার বিভাসে।
সুদীর্ঘ অবস্থানে মনে বিরাগ আসে,
গৃহে বন্দী রবে না, ঘুরবে বিশ্ববাসে।
বেড়া ধরে সে চলে,
ছাউনি যায় জ্বলে;
উন্মুক্ত গগনে লেলিহান তার ভাসে।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত ঃ—-
কবি ও সাহিত্য৭ক সম্মানিত গুণী লেখক পশ্চিম বঙ্গের পশ্চিম ধনিয়া, মাসুন্ডা, আমডাঙ্গা, উত্তর ২৪ পরগণার অধিবাসি। তিনি তাঁর দরিদ্র পিতামাতার একমাত্র পুত্র সন্তান।দারিদ্র্যতা তাঁকে উচ্চ শিক্ষার সুযোগ দেননি। তবে উচ্চ মানের লেখনী আছে। নবাগত কবির পিতা স্বর্গীয় প্রফুল্ল রায় ও মাতা নির্মলা রায়। তিনি একজন জনমজুর মানষ, কেবল মনের টানে কলম ধরেছেন,