
ভাবতেই আমার কষ্ট লাগে
-মোহাম্মদ আবুল কাসেম
≈≈≈≈≈≈≈≈≈≈
বাংলা আমার মাতৃভাষা
তবু যে ফেল করি,
ইংরেজিতে ভীষণ কাঁচা
ক্যামনে জীবন গড়ি?
পড়ালেখায় মন বসে না
খেলতে ভালো লাগে,
গণিত দেখলে ভয়েই মরি
আমি সবার আগে।
বিজ্ঞান বিষয় মাথার ভিতর
ঢুকাই কেমন করে!
সারাবছর পাশ করেছি
তেত্রিশ পেয়ে গড়ে।
মোবাইল এখন সঙ্গের সাথী
রাতে কিংবা দিনে,
ভাবতেই আমার কষ্ট লাগে
একদিন মোবাইল বিনে।
সমাজ ধর্ম আইসিটিতে
আছি কোনো মতো,
আজেবাজে চিন্তা থাকে
মাথার মধ্যে যতো।
পড়তে আমায় দেয় না তারা
কী হবে আর পড়ে!
তারচে’ বরং মোবাইল টিপি
সময় কাটার তরে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি কবি মোহাম্মদ আবুল কাসেম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেছি। পড়াশোনা শেষ করে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার একক কাব্যগ্রন্থ ” বিস্মৃতির আড়ালে ” বের হয়েছে ২০২২ সালের বই মেলায়। যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে প্রায় ২৭টি।