
নীরব মরণযাত্রা
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞
কখনো হাসছো কখনো আনমনে থাকছো,
কখনো ডাকছো কখনো দূরে রাখছো,
ভাবছো কি নিঃশব্দে কিছু কি বহে আপন জগতে?
গায়ের সেই গন্ধ পাচ্ছো আজও,
অথচ মন না আর আগের মত মোহিত হচ্ছে।
হতাশা বিষন্নতা নিমজ্জিত আমরা
ধূসর নিঃসঙ্গতার চোরাবালিতে ক্লান্ত,
অতৃপ্ততার বড় আক্ষেপ নিয়ে
আকাশ পানে মুক্তির নিঃশ্বাস ছাড়ি।
তুমি কি দেখেছো? তুমি কি বুঝেছো?
ভাবছো কি দিন দিন একটু একটু করে দূরত্ব
নিয়ে যাচ্ছে সবকিছু দূর থেকে বহুদূরে।
ভালোবাসার পাখি যেন গহীন বন হতে
যায় হারিয়ে মেঘলা আকাশ ছাড়িয়ে অচেনায়।
পড়েছি তব চোখের ভাষা, জেনেছি হৃদয়ের আশা,
শুনেছি আত্মার কান্না, বলেছি না বলা কথা,
দেখেছি ওখানে আমি নেই, নেই আন্তরিকতা,
নেই মায়াটান, নেই কি তবে ভালোবাসা?
তবে কি সবই বিভ্রম অভিনয়,
নাকি সবই ভারসাম্যকরণ প্রচেষ্টা?
কি জানি, তবে কি বদলে গেছো!
নাকি বদলে গেছি আমি ক্লান্তির ভারে!
অন্যত্র যেমন দেখতে পাই অন্তস্থ সাড়া,
তেমনি পাই না কেন আমার প্রতি?
দেখেছি কত ব্যস্ততার মাঝে ক্লান্ত শ্রান্ত তুমি
অব্যক্ত বেদনায় যেন হাপিয়ে পড়ছো,
অথচ তুমি আমি শুধু তুমি আমিই।
কি জানি, মায়াবী শান্তি সুখের পরশ কামনায়
অস্থিরতায় অতৃপ্ত অসুখী আমরা- হয়তো!
হয়তো হতে পারতো অন্য রকম।
যে কোন খুশিতে আত্মা হাসে দুখে আবার কাঁদে,
সদা সর্বত্র আত্মা আত্মার ছোঁয়া খোঁজে।
পায় না বিশ্বাস নিতে মুক্ত নিঃশ্বাস,
কোথা জীবনী শক্তি? কোথা প্রাণের স্পন্দন?
কোথা আন্তরিকতা? কোথা গো সেই তুমি?
কেন মনে হয় আলো আঁধারের মাঝে
একই ছাদের নীচে লুকোচুরি খেলা চলে?
যেন স্বচ্ছ কাঁচের দু’ধারে দু’জন অবিরত
দূর হতে বহুদূর ছুটে চলছে আজও
ছোঁয়া বিহীন লক্ষ্যহীন স্বপ্নপূরণে
সমান্তরাল দু’টি জগত একই সাথে বয়ে।
তবে কি আত্মকেন্দ্রিক স্বার্থপরতার উপস্থিতি!
তবে কি অনাস্থায় চির চেনা সহযাত্রী!
মনে হয় অধরা অস্পর্শিত আমাদের পুনর্জীবন,
শুরু বুঝি চাতক জীবনের নীরব মরণযাত্রা।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।