
উদলা ঘরের ছাউনি
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
∼∼∼∼∼∼∼∼∼∼
মাথার উপর বিশাল আকাশ
আমরা সবাই তা জানি,
আসমান জমিন কতো ফারাক
জানতে পারে আসমানী।
জগত জুড়িয়ে আমার বসতি
বেড়া বিহীন ঘরখানি,
আকাশ আমার নিরেট ভরসা
উদলা ঘরের ছাউনি।
প্রভুর দয়ায় মহতি মায়ায়
পেয়েছি ক্ষাণিক আছানি,
তাহাই আমার পরম পাওয়া
মুছে সকল পেরেশানি।
তাহার নীচের মেঘের মহড়া
সয়েছি কতক ভাসানী,
তাহার উপর তাপের প্রভাব
প্রবল ঝড়ের শাসানি।
উড়ছে পাখিরা পাখনা মেলিয়া
নীচেতে নামিয়ে আসেনি,
যদি আসতো কিছু ভালো বাসতো
ভবে কেউ ভালোবাসেনি।।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃরায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ। জন্মঃ ৩১ মে ১৯৭৭ইং।