
আকাশের ভালোবাসা
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔
আকাশের ভালোবাসা ঠিক যেন প্রেমের ওই জ্যোতি,
স্বর্গের প্রেম, যেন অমর হয়ে থাকে নেই কোনো ক্ষতি।
হাসি মাখা নীল আকাশ সুর শব্দ বীণার ধ্বনি,
চাঁদের হাসিতে, তারার বাঁশিতে সেই সুর শুনি।
আকাশের ভালোবাসা
কাব্যময় এই ভুবন, যেন নীলিমার বিশাল আকাশ,
সাদা আকাশ যখন নীরব থাকে থেমে যায় বাতাস।
তারা ভরা নীল আকাশ রূপকথা খুশবুরও নীলিমা,
তারি বিলাপ শুনি আকাশের দেশ যেন পূর্ণ পূর্ণিমা।
আকাশের ভালোবাসা
প্রজ্বলিত কাব্য, যেন ভালোবাসার গল্পটাকে আঁকে,
নিজের মতো করে রাতের ছবি আঁকে পথের বাঁকে।
ওই সোনালিও স্বর্গ যেন ঠিক আকাশের ভালোবাসা,
তারা জ্বলজ্বল করে,বুকের মাঝে যেন আশা নিরাশা।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ