আমাদের ভাবনা

-অসিত ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼∼

লেখাপড়া আজ নতুন ধারায়,

ফোন আর ল্যাপটপেই মন সাজায়।

বইয়ের পাতা ধুলোয় ভরে,

জ্ঞান আজ হাতের মুঠোয় ধরে।

দ্রুত চাই সব, নেই আর ধৈর্য,

তথ্য চাই, নেই আর প্রাচুর্য।

সকাল থেকে রাত, স্ক্রিনে দৃষ্টি,

কমছে যেন সৃজনশীলতার বৃষ্টি।

কোচিং সেন্টার, টিউশনির দিন,

স্বাধীন চিন্তার পথ হয় ক্ষীণ।

পরীক্ষা আর নম্বরই প্রধান,

হারিয়ে যাচ্ছে মৌলিকতার গান।

তবুও স্বপ্ন দেখি নতুন প্রভাত,

জ্ঞান হোক সবার মনের সাথ।

ভবিষ্যৎ গড়বে তারাই,

জ্ঞানের আলোয় এরা সাজাবে সবাই।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি–

গ্রামের পথে ঘাটে বড় হওয়া মানুষ। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মেছিল। কর্ম ব্যস্ত জীবনের মাঝেও অবসরে কবিতা লিখি। এই কংক্রিটের শহর আমার শুধু টাকাই দেয়। কবিতা লিখে মনের ভাব প্রকাশ করি। গ্রামার শহরের মধ্যে একাল ও সেকালের মধ্যে কি দারুন তফাৎ আমি বুঝতে পারি শিক্ষা এখন জলাঞ্জলি যাচ্ছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*