
আমি নই কাপুরুষ
-আশীষ খীসা
≈≈≈≈≈≈≈≈≈≈
ঘুম আসেনা সহজে
মনে পড়ে কত কথা,
হৃদয়ে অনেক কথা
দোলা দেয় ক্ষণে খুব ব্যথা।
ব্যথার সাগরে ভাসি
কিন্তু পাইনা কি়ছুতেই ঠাঁই,
কত কষ্টে কাটে মোর
তবু সুখ খুঁজে নাহি পাই।
সুখের সন্ধানে ব্যস্ত
যদি পাই খুঁজে একটু সুখ,
কপালে কি আছে তো
জানি না নাকি আছে দুখ।
তবু আশা ছাড়ি না
একদিন সুখের দেখা পাবো,
আমার স্বপ্ন একটা যে,
জীবনের পথ পাড়ি দেবো।
হয়তো থাকবে বাধা সব
তবু যে এগিয়ে যাবো,
সব কষ্টকে সামলিয়ে
একদিন সুখের সন্ধান পাবো।
আমি যে নই কাপুরুষ
মনোবল আছে খুব হৃদয়ে,
সকল শক্তিকে করবো
আমি বশ আমার বলয়ে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গীতিকার, গায়ক ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।