ঝরাও রক্ত

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞

কেন চালাও তোমরা ছুরি ঝরাও রক্ত

আঘাতের জোরে দেহ মোর শক্ত

সকাল সাঁঝে সকল কাজে করি মাথা নত

শিরা উপশিরায় বাড়েছে কেবল ক্ষত।

ছুরির আঘাতের দাগ মিলিয়ে যায় কভু

মনের দাগ থেকে যায় আজীবন প্রভু

নিষ্ঠুর এ সমাজের বর্বরতায় হয় বাজিমাত

অসহায় মানুষ নিরুপায়ে হচ্ছে কুপোকাত।

সত্যের আড়ালে স্বার্থপরতা আছে লুকিয়ে

মিথ্যার ছুরিতে বুকের ভিতর যায় শুকিয়ে

সমাজের কর্মকান্ড দেখে মাথায় পড়ে বাজ

হিংসা বিদ্বেষী মনোভাব সকলেরই আজ ।

তবুও তুমি আমি বিশ্বাস নিয়ে বাঁচতে চাই

চলার পথে নীরবতা পালনেই এগিয়ে যাই

সাধুর বেসে ঘুরছে দোষী নেই প্রতিকার

দিনের আলোয় কারচুপি হয় শুধু হাহাকার।

শরীরটা রয়েছে মোদের মনটা গেছে মরে

হেমন্ত আসে না মাঠে হলুদ পাতায় ভরে

গভীর অবসাদ ও বিষাদের সুর দেহ মনে

ছুরির ধার তীক্ষ্ণ বড় বিরাট ক্ষত শূন্য বনে।

∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা। আমি একজন গৃহবধূ। কবিতা, গল্প লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*