
কাশ অবকাশ
-বিজয়া মিশ্র
≈≈≈≈≈≈≈≈≈
শরৎ এলেই চারিদিক ভরে
শ্বেতশুভ্র অজস্র কাশে,
যেন জানায় বার্তা শরৎরানী
আগমনী ওই আসে।
মেঘবালিকার ছুটি হলেই
রাশি রাশি কাশ জন্মায়,
একটুখানি ফাঁকা জায়গা কোথাও
পেলেই ভরে যায়।
সুন্দরের আবাহনী সাজে
সে রূপ নজরকাড়া,
দুলকি চালে হাওয়ায় দোলে
ফেরার নেইকো তাড়া।
ঢেউ খেলে সবুজের বুকে
চামরের মতো দোলে,
অনন্য শোভায় কী চমৎকার
হাসে প্রকৃতির কোলে।
লাগলো দোলা সবার হৃদয়ে
আঁধার ঘুচুক মনের,
কাশের ডাকে শিউলি ঝরে
আভাস দিচ্ছে নিশাবসানের।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি
বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। নিত্য দারিদ্র, আশেপাশের কিছু মানুষের প্রাত্যহিক বিরূপ মনোভাব,কোনঠাসা করার প্রয়াস মিথ্যে করে বড় হয়ে ওঠা।একমুঠো ভাত জোগাড়ে আশৈশব লড়াই চিন্তা চেতনাকে পুষ্ট করেছে। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।