
রাখিবো স্মরণে
-রীনা
≈≈≈≈≈≈≈≈
কখনো ,বা শব্দ চয়নে
কখনো বা অন্তকোণে
রাখিবো যতনে
শয়নে ,স্বপনে
কিংবা মননে
রাখিবো স্মরণে।
তোমায়,,,
নিবিড় ভাবনায়,
ভালোলাগায়
প্রতিটা আনন্দঘন মুহূর্তে
সীমাহীন উচ্ছলতায়
হৃদয়ের তারে তারে
প্রণয়ের সুরে সুরে
অবচেতনে,,
গিয়ে উঠা গানে
রাখিবো স্মরণে।
তোমায়,,,
গভীর ভালোবাসা।
≈≈≈≈≈≈≈≈
,,, কবি পরিচিতি,,,,
আমি রীনা। একটি কন্যা সন্তানের জননী ।
স্বামী,, এ ,কে, এম, জুবায়ের।
স্রষ্টার রহমতে লিখতে পারি।
সব সময় প্রচেষ্টা থাকে ভালো কিছু লিখবার। জানিনা এই ক্ষেত্রে কতটুকু সফল আমি। ধন্যবাদ জানাই কবিতার পাতাকে, আমার লেখাগুলো প্রকাশ করে।
আমাকে নতুন করে লিখবার অনুপ্রেরণা জোগানোর জন্য, সেই সাথে প্রিয় পাঠকদের
ধন্যবাদ জানাই ।ভালো থাকুন। কমেন্টে ভালো, মন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করুন।