এই গল্পে

-সেলিম আলতাফ

∞∞∞∞∞∞∞∞

এই গল্পে চেয়েছিলাম বিশুদ্ধ সুখ-

শরতের আকাশ আর আবেগি রোদ্দুর,

সঙ্গে থাকবে কাশফুল সাদা সৌন্দর্য ছোঁয়া-

আর সাথে হাসবে শিশির স্নাত শিউলি সমুদ্দুর।

এই গল্পে চেয়েছিলাম সবুজ রঙ-

বেড়ে ওঠা ধানের শীষে শোভা অপরূপ,

সঙ্গে থাকবে বাতাস শিহরণে আপ্লূত বেলা-

আর সাথে ভাসবে আনন্দ অনুভব তৃপ্তি অভিরূপ।

এই গল্পে চেয়েছিলাম বসন্ত ছবি-

কোকিল কুহুতানে অহরহ উচ্ছ্বাস পাখা,

সঙ্গে থাকবে শিহরিত আবেশ ভাবনা জুড়ে-

আর সাথে আঁকবে অনুক্ষণ গোলাপ সুবাস রেখা।

এই গল্পে চেয়েছিলাম বৃষ্টি আলাপ-

অবিরাম বরষায় খোলা রাখতে জানালা,

সঙ্গে থাকবে ধোঁয়া উড়ানো প্রিয় মশলা চা-

আর সাথে আসবে অনুভব দরজায় ঠকঠক পালা।

এই গল্পে চেয়েছিলাম একটা চরিত্র-

পরিপূর্ণ অবয়বে বিকশিত হবে সেভাবে,

সঙ্গে থাকবে প্রকৃতি, ফুল আর পাখি কলরব-

আর সাথে মিশবে আকন্ঠ আস্বাদ স্ফুরণ প্রভাবে।

এই গল্পে ভেবেছিলাম অনেক প্রত্যাশা-

ক্যানভাস আভায় ছড়াক উজ্জ্বল আলো,

এখন দেখি কারুকাজে জটিলতার গাঢ় বুনন-

তাই ভাবছি এই গল্পটা এখন আর না লেখাই ভালো।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

সেলিম আলতাফ

জন্ম ২২শে অগাস্ট, ১৯৬৮, খালিশপুর, খুলনা, বাংলাদেশ

গল্পকার, কবি ও সম্পাদক।

লেখালেখিঃ ছোটবেলা থেকে।

প্রকাশিত গ্রন্থঃ একক ( ২ ), সম্পাদিত (৭)

খুলনার বেশকিছু সাহিত্য সংগঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*