নীরব ভালোবাসা

-পুষ্পিকা সমাদ্দার

∞∞∞∞∞∞∞∞

যে আছে তোমার হৃদয় জুড়ে,

সেও কি তোমায় মনে করে?

কিসের আশায় রয়েছো তবে,

জীবন পথে তাকে কি পাবে!

বোঝে কি সে তোমার নীরব বাণী,

বলো তাকে যাও ভালোবাসো কতখানি

এখনো কেন এতো নীরবতা,

বলো যাও তাকে প্রণয়ের কথা

অন্তরে ব্যথা বুঝবে সে কবে,

এতো আবরণে তাকে কিরূপ

পাবে?

নানান ছলে বলেছো কি তাকে,

বলতে পারো নি পড়েছো বিপাকে।

∞∞∞∞∞∞∞∞

–: কবি পরিচিত :–

আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা,ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*