সুধা খবর

-মীর সেকান্দার আলী খোকা

≈≈≈≈≈≈≈≈≈≈

সুধা খবর,

কি ভালো আছেন তো ?

ডাকসু নির্বাচন হয়ে গেল

ফ্যাসিস্ট চলে গেছে,

এরপরে আসছে হয় তো

জালিম জাস্টিস।

সুধা খবর,

কি ভালো আছেন তো ?

ঘরের ফুটো চাল দিয়ে সূর্যের আলো আসে,

নির্বাচন সামনে

ধরে নিন ফুটো চাল দিয়ে আলো আসবে।

বঞ্চিত হওয়ার কিছু নেই

অবাঞ্চিতরা হাসে যেমন।

বিধানের বিধি মেনে নির্বাচন হবে কি,

নাকি নতুন পথ দেখানো পথে হাটবে নির্বাচন ?

সুধা খবর,

কি ভালো আছেন তো ?

লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চায়,

হয় তো থাকবে না এই ভাষ্য আগামীতে।

লড়াই আপনাকে চাবে আপনি লড়াইকে চাইবেন না।

সূর্যের আলোর রেখা পথে রেখা পাত ঘটতে চলেছে

সময়ের কাছে থেকে বুঝে নেবে শুধু মানুষ।

একটু অপেক্ষা মাত্র,

এক দশকে কি ঘটবে ঠিক জানিনা

তবে ঘটবে অনেক কিছু, নতুন পথ তৈরি হবে আবার।

কান্নার ধরন বদলে যাবে,

বদলে যাবে ভালো থাকবার ধরন।

মৃত নিজেকে মৃত মনে করবে না

জীবিতরা আঙুলে আঁচর কেটে শরীরে

বুঝতে চাইবে অবস্থান।

দেন-দরবার শেষে জয় হবে রাতের,

রাত দীর্ঘ হবে

প্রজারা চাইবে আলো আগেও যেমন চেয়েছে।

যুদ্ধ বাধলে রাজনৈতিক নেতারা দেয় অস্ত্র

গরিব-মধ্যবিত্তরা দেয় তাজা প্রাণ,

ধনীরা নোঙরখানা খুলে বিলায় রুটি।

যুদ্ধ শেষ হলে নেতারা হাত মিলায় নেতাদের সাথে,

ধনীরা বহু গুনে বাড়িয়ে দেয় রুটির দাম

আর গরিবেরা খুঁজে বেড়ায় সন্তানের লাশ পথে!!

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

জন্ম ১৫ ইং জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন, ৫ ভাই ৩ বোন, কবি ভাই বোনের মধ্যে আমি সপ্তম। ছোটবেলা থেকেই লেখালেখি তো অভ্যস্ত, আমার অনেক লেখা এক সময় বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, যেমন দৈনিক সানসাইন, দৈনিক উত্তরা, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা, সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও, সাহিত্য পত্রিকা সংজ্ঞা, আলপনা, প্রিয়তমেষু ঢাকা। বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতা , স্বরলিপি সহ বেশ কয়েকটি পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পেয়ে থাকে। আলো ছায়া নামে একক কাব্যগ্রন্থ ২০২৫ ইং ঢাকা বইমেলাতে প্রকাশিত হয়েছে, ২০২৬ ইং বই মেলাতে আরো দুটি বই প্রকাশিত হবে আশা রাখছি ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা,আমার স্থায়ী নিবাস জেলা সদর ঠাকুরগাঁও।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*