
উল্লুকের দল
-শ্রী স্বপন কুমার দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
ঠকেও শিখেনা উল্লুকের দল
আঁধারের পথে সারাক্ষণ,
বিবেক আদর্শ মনুষ্যত্ব বোধ
পিছনের দিকে করে গমন।
অসৎ পন্থায় রোজগার নেশা
কুরে কুরে খায় দেশটাকে,
এটাই এখন মহান দের পেশা
সেলাম এযুগের নাবিক কে।
পিঁপড়ের মতো সাধারন ছুটে
আঁকড়ে ধরে সব ঘৃণ্যতাকে,
দুহাত ভরে নিচ্ছে সব ভিক্ষে
বিসর্জন দিয়ে মান সম্মানকে।
নির্লজ্জ দেহে উদার পোশাক
সজ্জন সে জন মহান দাতা,
আম জনতা তাকিয়ে আকাশ
গ্রীষ্মকালীন চাতক অবস্থা।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস
মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী
জন্মস্থান/জন্ম তারিখ- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ/১৬/০৪/১৯৬৩
আমার সৃষ্টি দুটি কাব্যগ্রন্থ- “শব্দ তোরণ” ও “উত্তরণ”