
স্মৃতি
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞
ভালো মন্দের ভিড়ে আমাদের স্মৃতি ঠাসা,
তাদের মধ্যে কিছু স্মৃতি আছে ভাসা ভাসা।
কিছু স্মৃতি মনে পড়লে বেশ মনে পীড়া দেয়,
কিংবা সেগুলি মনকে বড় কাঁদায়।
সেই স্মৃতিগুলি আবার জাগায় মনে আনন্দ,
সেইসব স্মৃতি রোমন্থন করা কখনো নয় মন্দ।
স্মৃতিরা ঘোরাফেরা করে মনের মাঝে,
সেইসব স্মৃতি মনে আসে সকাল দুপুর সাঁঝে।
স্মৃতিগুলি এখন অবস্থান করছে মনের মনি কোঠায়,
তা সোনার ফ্রেমে আবদ্ধ হয়ে শোভা পায়।
সেসব স্মৃতি মাখা মন নিয়ে আমি আজ জর্জরিত,
ঠিক সেই মান্নাদের কফি হাউসের আড্ডাটার মত।
সেই স্মৃতির আকাশে সদাই বিরাজমান তোমরা,
সেই সব স্মৃতি নিয়ে আছি তাই আমি যাইনি মারা।
কিন্তু সেসব স্মৃতিগুলি তো আজ অতীত,
এক শীত পেরিয়ে আবার আসছে আর এক শীত।
স্মৃতির পাতায় দেখি কিছু অন্যায় অবিচার,
তাই জীবন হয়ে ওঠে অন্য মাত্রার।
কারণ স্মৃতিরা নতুন কিছু ভাবায় ,
স্মৃতিরা বিকশিত হয়ে ডানা মেলে উড়ে যায়।
নতুন স্মৃতির অন্বেষণে উড্ডয়ন চলতে থাকে,
তাই আমরা কবিতা লিখি তার ফাঁকে ফাঁকে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।