
পাওয়ার তৃপ্তি
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
যদি এমন একটা আকাশ পেতাম, রবে চাঁদ সব সময়,
যদি এমন একটা সূর্য পেতাম,আলো ছায়ার মোহনায়।
তাহলে হয়তো পল্লীর এই জীবনটা অনেক সুন্দর হতো,
জীবন ধন্য হতো, পাতায় পাতায় অরণ্য ভরে যেত কত,
হয়তো আকাশ, তারার সাথে গল্প করে এ নিশিথে,
হয়তো আকাশ সংগীতে সুর তোলে নীরব বাঁশিতে।
হৃদয়ের কথা বলিতে ব্যাকুল চাঁদ বেসেছিলাম ভালো,
গভীর নিশিথে আকাশ ভালোবাসে জোছনার আলো।
আকাশ জুড়ে নেমেছে, সুন্দর সেই নতুন সুধা বারি,
অনন্ত অসীম নিবিড় ভালোবাসায় আজি মন কাড়ি।
আকাশ যেন, নিখিলের কাছে উপহার আলোর দীপ্তি,
এ যেন এক অন্য রকম,সুখ শব্দ ধ্বনি পাওয়ার তৃপ্তি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ