
ত্রাণের তরে প্রাণ ঝরে
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
∞∞∞∞∞∞∞
কোন্ জগতে আছি আমরা
কোথায় করি বাস,
মানুষ আজ মানুষ নাই
হলো নর পিশাচ।
ক্ষুধার তাড়ায় ছোটো শিশু
করে খানা তালাশ,
লোকের ভিড়ে রইলো ঘিরে
নিতে পারেনি শ্বাস।
তবুও একটু খানা পাবে
মনে ভীষণ আশ,
বহুত দিনের অনাহারী
মিটে যদি পিয়াস।
হইতো যদি সবল শিশু
দেখা ইতো সাহস,
ভীড়ের মাঝে ঘিরে রাখলো
প্রাণঘাতী রাক্ষস।
পায়ের তলে পদদলিত
প্রাণ হলো বিনাশ,
ত্রাণের তরে প্রাণ হারালো
হইতে হলো লাশ।।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। পিতাঃ মৃত ফজলুল হক বেপারী। গ্রাম পোস্টঃ দক্ষিণ রায়পুর, থানাঃরায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।