রবের সৃষ্টি বসুমাতা

-মোঃ রজব আলী

≈≈≈≈≈≈≈≈≈≈

বিধাতা নিজের হাতে বসুমাতা গড়ে,

যেখানে যাহাই সাজে দেন সৃষ্টি করে।

এত কিছু করে দেন মানুষের তরে,

এসব পেয়েও ভবে পেট নাহি ভরে।

তরুলতা জমিজমা কেটে করে নাশ,

ধরাতলে স্থলে জলে গড়েছে আবাস।

পাহাড় কাটিয়া সব করে ছার খার,

ধরণীর সেই শোভা নেই ভবে আর।

ফসলের জমি কেটে তৈরি করে বাড়ি,

বিলাস বহুল ফ্ল্যাটে রাখি নিজ গাড়ি।

রবের সকল সৃষ্টি করে দেয় ধ্বংস,

লোভের তরেতে করে মানবের বংশ।

বনের সকল পশু ক্ষুধার জ্বালায়,

খাবারের খুঁজে শেষে লোকালয়ে যায়।

বড় বড় ভবনেতে ভরে গেছে দেশ,

এসব দেখিয়া মোর হৃদে বাড়ে ক্লেশ।

শোনো হে লোভী মানুষ লোভে হয় ক্ষতি,

সেই শোভা ফিরে নাহি পাবে বসুমতি।

রবের সাজানো ধরা ঠিক মত রাখো,

মানুষ ও পশু পাখি সুখে সব থাকো।

≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*