
নজরুল আমার
-মুহাম্মদ জায়নুল আলম
∞∞∞∞∞∞∞∞∞
নজরুল আমার প্রেরণার উৎস
চেতনার বাতিঘর,
নজরুল আমার দ্রোহের সাথী
প্রেমের কণ্ঠস্বর।
নজরুল আমার অগ্নিবীণা
বিষের বাঁশী,
নজরুল আমার সৈনিক জীবন
সাহস রাশি-রাশি।
নজরুল আমার হারানো সুর
ব্যথার বিন্দু জল,
নজরুল আমার শৈশব-কৈশোর
মহা, আনন্দ-উচ্ছল।
নজরুল আমার প্রেম-বিরহের
কবিতা, গান-সুর,
নজরুল আমার মরুর বুকে
গুঞ্জন, সু-মধুর।
নজরুল আমার বক্ষে ধারণ
নবী প্রেমের গল্প,
নজরুল আমার পৃথিবী সমান
নয়, হৃদয়ে-অল্প।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
মুহাম্মদ জায়নুল আলম, পিতা মোহাং ইসমাইল, সাং-৪ নং ওয়ার্ড পূর্ব হাছান দন্ডী, পোস্ট ও পৌরসভা-দোহাজারী, উপজেলা-চন্দনাইশ চট্টগ্রাম। বর্তমান ঠিকানা, বহদ্দারহাট চট্টগ্রাম