কি লিখি

-প্রান্তিক ধর পার্থ

∼∼∼∼∼∼∼∼

কি লিখি আজ ভেবে না পাই

খাতার উপর শুধু কলম ঘুরাই।

ছন্দরা খেলছে লুকোচুরি খেলা

ভেবে চিন্তে যায় বয়ে সারা বেলা।

প্রভাত পেরিয়ে ঐ দুপুর গড়ে

হৃদয় বেয়ে শুধু অশ্রু ঝরে পড়ে।

কি লিখি আজ সাদা চিঠির খামে

ঠিকানা জানা নেই প্রিয়ের নামে।

গোধূলির পরে ঘোর অন্ধকার ঘরে

লন্ঠন জ্বালিয়ে টেবিলের উপরে

গরম চা করে পান ধরে বিষাদের গান

কাব্য করেছে মোর সাথে বড় অভিমান।

ঘড়ির কাঁটা চলছে ঠিক নাহি কভু থামে

পুরো নিশি পোহালো কাব্য লেখার নামে।

হলো ভোর খুলি দোর দেখি খাতা ফাঁকা

খামে ভরা সাদা কাগজ নেই কিছু আঁকা।

পূব আকাশে সূর্যি মামা দিচ্ছে উঁকি দেখি

দিবা নিশি বইছে বেলা কি যে আমি লিখি!!

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর। প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ রয়েছে “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া ইত্যাদি ।এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন। প্রকৃতি মানবতা- নান্দনিকবোধ প্রতিনিয়ত তাকে সৃজনশীল কর্মে অনুপ্রাণিত করে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*