
বিরহ ঝড়
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈
বাদল দিনের ঝড়ো হাওয়া
লাগছে আমার মনে
পাগল হলো হৃদয় মোর
মনের গহীন বনে।
আজি আমার মনের আকাশ
বিরহ মেঘে ঢাকা
পরাণ আমার ছুটে বেড়ায়
পাইনি তোমার দেখা।
মাঝে মাঝে বিরহ ঝড়
আমার প্রাণে উঠে
আশার আলো নিভে যায়
বিরহ ব্যথা ফুটে।
গভীর রাতে তোমার তরে
মন উঠেছে জাগি
প্রাণ আমার আনচান করে
তোমার প্রেমের লাগি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতা ডটকমে লিখেছেন। নবীন ও প্রবীণ লেখকদের সবসময় উৎসাহ প্রদান করেন।