বটের ছায়া 

রেজভী আতাউল্লাহ

∞∞∞∞∞∞∞∞

কৃষক মাঠে ভর দুপুরে

ক্লান্ত হয়ে শেষে,

পথের ধারে বটের ছায়ায়

জিরোই একটু এসে।

রাখাল ছেলে গরু-মহিষ

চরায় ঘাসের মাঠে,

বাজায় বাঁশি মধুর সুরে

বটতলার ওই ঘাটে।

ক্লান্ত পথিক শান্ত হতে

বসে বটের ছায়া,

প্রাণটা জুড়ায় মনটা ভরে

বাড়ে মনে মায়া।

বকশি পাড়ায় নকশিকাঁথায়

আঁকা বটের ছবি,

বটের ছায়ায় হিমেল হাওয়ায়

কাব্য লিখেন কবি।

কবির কাব্যে বটের ছবি

থাকবে হয়ে স্মৃতি,

সব মানুষের মনের মাঝে

থাকুক বটের প্রীতি।

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি:

আতাউল্লাহ রেজভী

গ্রাম:মির্জাপুর,

উপজেলা: বিজয়নগর,

জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*