নিও বুঝে

-রীনা

∼∼∼∼∼∼∼

প্রখর উত্তাপে

যখন উত্তপ্ত হয় হৃদয়ে জমিন

মেঘ হয়ে,

সিক্ত করে যেও সীমাহীন।

অমাবস্যার ঘোর অন্ধকারে

যদি,,,

জীবনটা আচ্ছন্ন হয়ে যায়

তবে ,শান্তির গান শুনিয়ে দিও

যদি,বা হাঁটতে গিয়ে

কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে নেই

হাতটা ধরে,

সামনে এগুতে সহায়তা করো

ভগ্ন এ হৃদয়ের

মনোবল টা বাড়িয়ে দিও।

নতুন করে বেঁচে থাকার আলো

এক সময় দিও খুঁজে

যখন সবাই অবহেলে

দূরে সরিয়ে দেবে

আমার ভেতরের এই আমি কে

ঠিক তখন ই, নিও বুঝে।

∼∼∼∼∼∼∼

,,,, কবি পরিচিতি,,,

আমি রীনা। ২০০৪ সাল থেকে লেখালেখির যাত্রা শুরু করলাম। প্রথমে বিভিন্ন পত্রিকার বিশেষ পাতায় লেখা প্রকাশের মাধ্যমেই আমার লেখালেখির অগ্রযাত্রা শুরু। বিভিন্ন ছোট কাগজ আমার লেখালেখির ক্ষেত্রে যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়ে ছিল।

দীর্ঘ বিরতির পর আবারো লেখালেখির ক্ষেত্রে অগ্রসর হচ্ছি। জীবন গল্প নামের একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে।

যৌথ উদ্যোগে বেশ কিছু কবিতার বই ও প্রকাশিত হয়েছিল। এখন ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগের মতো লেখা হয়ে ওঠেনা। তারপরও সময় করে কবিতার পাতার জন্য কিছু একটা লিখবার চেষ্টা করি। জানি না পাঠকেরা কতটুকু সন্তুষ্ট হয় আমার লেখা পড়ে। ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*