
হবে গো আমার হবে
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞
দেখেছি স্বপনে এসেছো মিলনে
হবে গো তুমি আমার হবে,
সেই প্রথম দর্শনে রেখেছি যতনে
আমার করে আমার ভবে।
আজও দাঁড়িয়ে তব পানে চেয়ে
দু’হাত ধরে ভাবাবেগ ছোটে,
অপলক চোখে গুচ্ছ স্বপ্ন আঁকে
ভালোবাসারই ফুল ফোটে।
কুড়িয়েছি মালা সাজিয়েছি ডালা
তুমি আসবে বলে প্রেমালয়ে,
প্রতীক্ষার অন্তরে ভাবনার প্রহরে
আছো জীবনে মিতালী হয়ে।
জীবনে আমার প্রতিচ্ছবি তোমার
হয়ে আছে আঁকা জন্মান্তরে,
নয় যে হঠাৎ হতে সৃষ্টির বিধি মতে
আজও শুধু খুঁজি তোমারে।
প্রেমের স্বপ্নলিখন দেখেছি দু’নয়ন
আমারে নিয়ে যায় হারিয়ে,
খুব ইচ্ছে করে জানতে ধরার পরে
হবে কি আশ্রয় তব হৃদয়ে!
কভু ভাবনালোকে কভু স্বপ্নালোকে
যাও হানা দিয়েই দিবারাতে,
মন রাঙালে তুমি প্রেমে পড়ি আমি
তবু কেন অধরা আয়নাতে!
আছো শয়নে স্বপ্নে জাগরণে মগ্নে
বেতাল ভ্রমরের পিঞ্জরে বাঁধা,
মনের আকাশে পিরিতের বাতাসে
হবে গো হবে প্রেমের-ই রাধা।
বসুধা ভালোবেশে মনের আবেশে
উড়বো জোড়া বিহঙ্গম হয়ে,
কামনার বাসরে আকঁবো আদরে
প্রেমে প্রতিচ্ছবি প্রেমি হয়ে।
দ্বাবিংশ যুবক আমি অষ্টাদশী তুমি
প্রেমের ভুবনে বয়োঃসন্ধিক্ষণে,
এসো নীল দংশনে এসো সহমরণে
হারাবে যদি আজই বাহুবন্ধনে।
হবে গো হবে আমার, হবে কি ভবে,
শুধু ভালোবাসারই স্বর্গ গড়বে,
ডাকে প্রেম ডাকে মন এসো এখন
হারাবে যদি আমারই অবয়বে।
∞∞∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত পরিচিতিঃ
কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন, এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।