
অতীত অভ্যাস
-জি কে শাফায়াত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼
রোজ বিকালে বন্ধুর বাড়ির গণ্ডীতে,
গোলাপ হাতে নিয়ে,
খুঁজি তাকে উঁকিতে।
যদি জানালায় আসে সে ।
আসবেনা জানি সেতো নেই এ বাড়ি,
চলে গেছে অন্য ঘরে,
জানতে চাও কেন তার বাড়ির কিনারে।
অতীত অভ্যাস পারি না দিয়েও আড়ি।
প্রতি সকালে দাঁড়িয়ে থাকি,
চিরকুট নিয়ে রাস্তার মোড়ে,
গাই তার প্রিয় গান গুণ গুণ সুরে।
স্কুল যাওয়ার পথে আড়ে আড়ে দেখত তার আঁখি।
সে বিহনে আজ ভাসি লোনাজলে,
কেউ বুঝে-না নীল কষ্টের কাব্য,
আর করি না পাগলামি হয়ে গেছি সভ্য।
নয়ন জল ঢেকে রাখি মিথ্যা হাসির ছলে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজমেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান। তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।