এখনও কিছু সম্মোহন বিনিদ্র অপেক্ষায়

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞

এখনও পৃথিবী পুরোপুরি পরাস্ত নয়

এখনও কিছু মানুষ বোঝে সমীহ ,

এখনও উত্তাল উন্মত্ততা সর্বৈব নয়

এখনও কিছু বিবেক সত্তায় সুদৃঢ় ।

এখনও মানবতা মুস্কিলে নয় বিব্রত

এখনও কিছু হৃদয়বান সৃষ্টিতে অপলক ,

এখনও সব প্রাণ হারায়নি মনুষ্যত্বের সিগনাল

এখনও ক্ষত বিক্ষত হয়েও সত্য উচ্চশির নিষ্পলক।

এখনও বিদ্বেষ পায়নি বিশ্বজয়ী খেতাব

এখনও হানাহানি সর্বব্যাপী নয় সমিচীন ,

এখনও হিংস্রতার অনল পোড়াতে পারেনি পূণ্য

এখনও কিছু বিশ্বাস রয়েছে সনির্বন্ধ নিশিদিন ।

এখনও সম্মোহন বিনিদ্র অপেক্ষায়

এখনও কিছু সন্ত্রাস সন্ত্রস্ত ঔদ্ধত্যে ,

এখনও আদর্শ খোয়ায়নি নিজস্ব স্বকীয়তা

এখনও সম্পর্ক হয়নি বিনষ্ট আধিপত্যে ।

এখনও শান্তি বিভ্রান্ত নয় ভ্রষ্টতায়

এখনও চন্দ্র-সূর্য, জোয়ার-ভাটা সমাদ্রিত ,

এখনও আকাশ বাতাস নিজেতে মগন মহত্বে

এখনও কিছু চেতনা শিষ্টাচারে আবৃত ।

এখনও শিক্ষা প্রতীক্ষায় পথচেয়ে

এখনও কিছু মূল্যবোধ স্বতন্ত্র সমঝোতায় ,

এখনও সংঘাত সর্বশেষ কথা নয়

এখনও জগত রয়েছে জেগে স্বমহিমায় ।

এখনও অবিচার নয় সর্বশেষ কথা

এখনও কিছু মানবতা সক্রিয়তায় সুঠাম ,

এখনও অপরাধ নয় একতরফা প্রলম্বিত

এখনও পৃথিবীতে সহানুভুতি পুরোপুরি হয়নি নিলাম ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ, জেলা উঃ-২৪ পরগনা। পেশায় একজন সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*