
হে চির মহিয়ান
-জি কে শাফায়াত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼
এই ত্রিভুবনে যতো সৃষ্টি,
সবি তোমার অবদান।
শুকরান..শুকরান……..হে চির মহিয়ান।।
সাজিয়ে’ছ এই পৃথিবী,
দিয়া পর্বত মালা।
আরও কতো খাল বিল,
সুন্দর নদী নালা।।
আর বসিয়ে’ছ পাগলের মেলা,
গাইতে তোমার গুণগান।
মায়ের গর্ভে নবজাতক,
যখন ধরাও আকার।
তুমি দিয়াছ তখনি যোগান,
সেই শিশুরও আহার।।
তুমি…এই তামাম বিশ্বের সর্দার,
নাম তোমার রহমান।
দিয়াছ কতো ফলফলাদি,
করি মোরা ভোগ।
একের ওপর অন্য নির্ভর,
তোমার খেলা যোগ।।
নাই তোমার কোন অভিযোগ,
তুমি চির অম্লান।
চন্দ্র সূর্য দিয়াছ উভয়,
বুঝিতে দিন রাত।
দুঃখ ছাড়া হয় না যে সুখ,
বলে কবি শাফায়াত।।
মানুষ এই দুনিয়ায় সব এক জাত,
তুমি যে মেহেরবান।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজমেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান। তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।