একটি সকাল

-কাজী সেলিনা মমতাজ শেলী

≈≈≈≈≈≈≈≈≈≈

একটি সকাল সুন্দর একটি ভোরের স্নিগ্ধ রবিও দেখায়,

জীবনের সব ভুলত্রুটিগুলো নিজের মতো করে শেখায়।

একটি সকাল সোনার সংসার এই জীবনের উপহার,

সে যেন জীবনের গল্প লেখে ফুটায় সেই ফুলের হার।

অমৃত সমান সোনারও রবি, ভালোবাসা আনন্দশ্রুনীর,

ভোরের সকাল সে যেন স্বপ্ন মঙ্গল যেন নত শিরে বীর।

জীবনের প্রভাতে, ফুটেছে ফুল যেন জীবনের রেখা,

গম্ভীর সেই কাব্য, মনোমাঝে রইল তব হৃদয়ে লেখা।

স্নেহময় শান্ত এক সকাল যেন জীবনে রহে নব ছায়া,

ভোরের অরণ্য গভীর ছায়া, দেয় যেন সেই চির মায়া।

ভোরের ছায়া যেন প্রকৃতির মাঝে অনন্ত প্রেম রূপ,

প্রভাতে সন্ধ্যায় তুমি বসন্তের ছায়া সুন্দর অপরূপ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী

গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার

থানা: পাইকগাছা

জেলা: খুলনা বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*