
জীবনের গতি
-মীনা কুণ্ডু
∞∞∞∞∞∞∞
ঘূর্ণিপাকে ভেসে চলে
জীবনের গতি
ভালো মন্দের মাপকাঠিতে
জীবনে ঘটছে দুর্গতি।
ব্যাকুল জীবনে ঘূর্ণিঝড়ে
চলে প্রবল খেলা
আকুল নয়নে নম্রশিরে
কেবলি ভাবের মেলা।
জীবনের ঘূর্ণিপাক সুখের
দিনে করে বঞ্চনা
দুঃখ তাপে ব্যথিত জীবনে
দেয় না কেউ সান্ত্বনা ।
মুখের চকিত সুখের হাসি
ভুলে গেছি কবে
ক্ষণিকের ফাগুনের স্বাদ
হৃদয়ে রয়েছে সবে ।
বিশ্বসাগর মাঝে জীবন উঠেছে
ঢেউয়ের তালে দুলে
অশ্রু জলের ঘূর্ণিপাকে সুখের
দিন গেছি ভুলে ।
গৃহ ছাড়া উদাসী মন নিয়ে
অদৃষ্টের আহ্বানে
অজানা অকূল সাগরে ভেসে
চলেছি কোন খানে ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। আমি একজন গৃহবধূ। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই লেখার চেষ্টা করি। কতটা ভালো কতটা খারাপ সবটাই আপনাদের উপর নির্ভর করে।