
বাবা
-মোঃ নাজমুল হোসাইন শাওন
⇔⇔⇔⇔⇔⇔
বাবা মানেই লড়াকু এক যোদ্ধা,
বাবা মানেই হার না মানা বীর সৈনিক।
বাবা পৃথিবীর শ্রেষ্ঠ এক অভিনেতা,
যিনি কষ্ট লুকিয়ে হাসেন সন্তানের সামনে।
বাবা মানেই—পৃথিবীর শ্রেষ্ঠ ছায়া।
বাবা হলেন একটি বিশাল মহীরুহ,
এই বৃক্ষ যদি হারিয়ে যায়,
তাহলে সন্তান হয়ে পড়ে নিঃস্ব।
বাবা নামক ছায়াটি না থাকলে,
পৃথিবীর সবকিছুই যেন মূল্যহীন।
বাবা থাকলে আলোকিত হয় জীবন,
আর না থাকলে জীবন হয়ে পড়ে—
শূন্যতা আর হাহাকারে ভরা এক মরুভূমি।
বাবা হলেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ,
এ জগতের কোনো সম্পদই তাঁর সমান হতে পারে না।
এই ‘বাবা’ নামক অমূল্য রত্নের প্রতি
রইল অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।
⇔⇔⇔⇔⇔⇔
*লেখক পরিচিতি:*
*মোঃ নাজমুল হোসাইন শাওন*
শিক্ষার্থী, সিযক কলেজ, রাঙামাটি
উপজেলা: লংগদু
জেলা: রাঙামাটি