
মাতৃভূমি
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼
আমার মন ছুটে চলে
আজ আলোর গতিবেগে
তোমার তরে আজি প্রভু
উঠেছে হৃদয় জেগে।
উৎসর্গ করলাম তোমায়
আমার মনের ভক্তি
গতির মাঝে আশার আলো
জাগে প্রেমের শক্তি।
আলোর চেয়ে মনের গতি
আরো বেগে ছুটে
ঠিকানা বিহীন ছুটছে মন
বিরহ ব্যথা উঠে।
হৃদয় দিয়ে পাইনি তোমায়
কোথায় পাবো ঠিকানা
বাংলাদেশ আমার মাতৃভূমি
হয়েছে এখন জানা।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক ও কবি ) গ্রাম – দক্ষিণ জলদি ৮ নং ওয়ার্ড, মহাজন বাড়ি, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। সবসময় নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক।