
সুমুদ ফ্লোটিলা
-হাসান জামান
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
রোজ এক টুকরো হাসির জন্য প্রার্থনায় বসি
আশা জ্বালি তসবীদানায় খুঁজি মুক্তির রশি।
বিষাক্ত কালো ধোঁয়া ছুঁড়ে দেই দূর আকাশে
ঘৃনার আগুন হিংস্রতা পৃথিবীর সবুজ ঘাসে ।
মৃত্যু এসেছে নেমে নিষ্পাপ উপত্যকা জুড়ে
অসহায় রাত্রি দিন কান্নায় ভেঙে পড়া মেঘ
পৃথিবীতে এ-তো বিষ এ-তো ঘৃনা হৃদয় খুঁড়ে
ছড়ায় কোন অসুরে প্রাণে প্রাণে এতো উদ্বেগ!
এক টুকরো হাসির জন্য মাথা নুয়ে প্রতিদিন
যে শিশু ডাকে এসো নতুন পৃথিবী ক্ষুধাহীন
এসো সুমুদ ফ্লোটিলা ভেঙে উত্তাল সমুদ্র ঢেউ
এ নিস্তব্ধ জমীনে আমাদের পাশে নেই কেউ!
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি ঃ
কবি হাসান জামান ১৯৬৭ সালে নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। লেখাপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এম এস এস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ব্যাংকার। কবিতার প্রতি ভালোবাসা আশৈশব।