উপহার দিলাম

-মোঃ সোলায়মান পিকে

∞∞∞∞∞∞∞∞∞

কি আর দেবো বলো বন্ধু দুটি হাত নিঃস্ব

এমন আর কিই বা আছে আমার ঘরে

চেয়ে দেখি মোর মলিন ঘর খানা শুন্য

মন বাগানে ফোঁটা ফুল তাও আর নেই।

সেই বাহান্ন থেকে ফুল ঝরা চলমান

বাষট্টি,চৌষট্টি বয়ে গেছে একই ভাবে

ছেষট্টি, উনসত্তরে ঝরে পাতার মত

তবু জয়োল্লাস থামেনি মুহূর্তের তরে।

আবার ও ফুটেছে ফুল মহাসমারোহে

সুবাষ ছড়িয়েছে দিকে দিকে কত ফুল

ঝরেছে, তবু ভয় হীন অদম্য সাহস

আলোর সেবক কি অন্ধকারকে ডরায়?

এলো একাত্তুর সাথে পশ্চিমের হাওয়া

লাখে লাখে ফুল হাজারো কুঁড়ি ঝরে যায়

সুন্দর শ্রেষ্ঠ ফুল গুলি ঝরলো নিরবে

অন্ধকারের শূন্যতায় পরিপূর্ণ বাগান।

আমি,আমরা হলাম নিঃস্বতে নিঃস্বতর

সামনে পিছনে জমিনে কিছু রইলোনা

তাই তোমাদেরকেই মুক্ত হস্তে দিলাম,

শহীদ দিবস, স্বাধীনতাটা উপহার ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

মোঃ সোলায়মান পিকে, পিতা মৃত আইনুদ্দিন প্রামানিক, গ্রাম নারায়ণ পুর, পোস্ট অফিস গড় মাটি, উপজেলা বড়াইগ্রাম, জেলা নাটোর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*