
বঙ্গ সংস্কৃতি ও দূর্গাপুজা
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼
পুজো এলো পুজো গেলো
গরীব মধ্যবিত্ত ধনী রাজাধিরাজ
এক ছাতার তলায় মিললো।
কারো পরনে নতুন বস্ত্র
কারো পরনে ছিন্ন বস্ত্র
তাতে কি?
ওতে কারো কিছু যায় আসে না,
মোদ্দা কথা হলো দীর্ঘদিনের
একঘেয়ামি কাটিয়ে চারটে দিন
সবার মনে আনন্দ বিরাজ করলো
এটাই মা দূর্গার আসা যাওয়ার মুল উদ্দেশ্য।
প্রত্যেক মানুষ আনন্দ উৎসবে সামিল হলো
এর থেকে ভালো আর কিছু হয় না।
প্রত্যেক মানুষ চায় একটু শান্তির ছোঁয়া
যা মানুষ এই বড়পুজো বা দূর্গাপুজো উৎসবের
মধ্য দিয়ে অনায়াসে পায়।
সারা বছর অনেক অনুষ্ঠান অনেক উৎসব হয়,
কিন্ত দূর্গাপুজো সম্পূর্ণ ভিন্ন স্বাদের।
যা সার্বজনীন সকল ধর্ম সকল জাতির মিলন উৎসব।
সম্প্রীতির মেল বন্ধনে শারদীয়া মা দুর্গার পুজো
শুধুই বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় দেশ বিদেশ
পৃথিবীর সব জায়গাতেই শ্রদ্ধা পূর্ণ ভক্তির সাথে পুজিতা হন
অসুর নাশিনী দেবী মা শ্রীদুর্গা।
“অন্তত বঙ্গ সংস্কৃতি” তাই-ই তো বলে।।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/মাতা- কল্যাণী দেবী।
জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।