
সুখের নেই জামা
-মোহাম্মদ সিরাজুল ইসলাম
⇔⇔⇔⇔⇔⇔⇔
কষ্টের গায়ে লাল জামা
বেদনার গায়ে নীল!
সুখের গায়ে নেই জামা
সে-তো অনাবিল।
কষ্টেরা জানে বেদনা কী
সুখের আবেশ রঙ,
যেখানে রাত সেখানে কাঁথ
কষ্টেরা করে ঢঙ।
কষ্টেরা জানে মা হারা ছেলে
অনাদর অবহেলা,
দিয়েছেন বিধি নিরেট বাস্তব
ললাট জুড়ে খেলা।
কষ্টেরা জানে বেদনার গানে
করুণ সুর তুলে,
দুঃখ যতো বেদনার ক্ষত
যায় যেন ভুলে।
বেদনা ভুলে কষ্ট গিলে
স্টেশনে দেয় ঘুম,
নির্বাক পৃথিবী নিদারুণ
দিয়েছে তাই চুম।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি মোহাম্মদ সিরাজুল ইসলাম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি হাকিম নগরে জন্মগ্রহণ করেন। পিতা মেহেরুজ্জামান ও মাতা নুরুন্নাহার বেগম।
তিনি ছেলেবেলা থেকে লেখালেখিতে আগ্রহী। রাণীর হাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।পাশাপাশি বর্তামানে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীতে নিয়োজিত।
তিনি বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন থেকে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।তিনি একাধারে একজন কবি ও ছড়াকার। একবুক স্বপ্ন সুখ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।