পিঞ্জর ভেঙে দু’টি

-পুষ্পিকা সমাদ্দার

∞∞∞∞∞∞∞∞

পিঞ্জর ভেঙে দু-টি পাখি ফুল বাগিচায়

ওড়ে,এতদিন ছিল তারা যে বদ্ধ খাঁচার

পড়ে।

মুক্ত বাতাসে উড়তে তাদের কেউ করবে

না এখন মানা,ফুল বাগিচায় কোথায়

কি আছে এ ‘তো নয় তাদের জানা।

সমস্ত বাগিচায় উড়ে বেড়ায় মনের

আনন্দে, কোথায় কি আছে বসে

দেখছে সানন্দে।

স্বাধীন ভাবে চলার সুখ আছে যত,বদ্ধ

কারাগার হতে মুক্তি পাওয়ার চেষ্টা করছি

পাখিগুলো শত।

খোলা আকাশের নিচে উড়তে তাদের

বড়োই ভালো লাগে,বাগিচার মুক্ত বাতাস

আর কোথায় বা পাবে?

এই মুক্তির তরে কতটা সময় করেছে

অপেক্ষা,অবশেষে সব কিছুর অবসান

হয়েছে করেছিল যার প্রতীক্ষা।

গাছের শাখে বসে তারা চারিদিকে চায়,

এখুনি তারা উড়ে পালাবে মনটা যেদিকে

যায়।

কোনো বাঁধা নিষেধ শুনবে না আর কারো,

মুক্ত আকাশে পাখিদের উড়তে সাহায‍্য করো।

∞∞∞∞∞∞∞∞

–: কবি পরিচিতি :–

আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা,ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*