বিজয়া দশমী

-বিনয় জানা

—————————

এবারেও মন্ডপে দাঁড়িয়েছে কাজরী,

সঙ্গে ভিক্ষা পাত্র আর পাড়ার পটলা!

দিন শেষে কড়কড়ে পাঁচশো নিশ্চিত,

উপরি পাওনা মায়ের খিচুড়ি ভোগ!

গত কয়েক বছর সফল হয়েছে!

সেই ভরসায় এবারও দাঁড়িয়েছে!

এই কদিন জীবন্ত দুর্গা বলে লোকে

দিয়েছে বিশ পঞ্চাশ, সেল্ফি-ও তুলেছে!

কাল থেকে পটলা-র মন ভালো নেই,

ভাবছে-মা যদি আর কদিন থাকত…!

পটলার জন্য কাজরী-ও কষ্টে আছে;

এই কটাদিন ওই তো পটলার মা!

আজ বিজয়া দশমী! মায়ের বিদায়!

সবাই বিহ্বল! তবু সিঁদুর খেলছে;

প্রণাম করে বলছে-“আবার এসো মা”!

পটলা-ও প্রণাম করল কাজরী-কে!

—————————

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা

মাতা: ঈশ্বরী অন্নপূর্ণা দেবী

গ্রাম : বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বর দহ জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

কবিকে কবি না বলে পাঠক বলাই সমীচীন। কারণ-কবি মূলতঃ পাঠক। সবার লেখা পড়তে পড়তে মাঝেমাঝে কিছু লেখার ইচ্ছা করে। তাই, কবি তার কর্মজীবনে যে সব নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছে সেগুলোর কাব্য রূপ দেওয়ার চেষ্টা করে মাত্র। সবার ভালো লাগলেই কবি খুশি হয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*