
ফিরে পেতে চায়
-উদয় পদ বর্মন
∞∞∞∞∞∞∞∞
আজ আমার এক বন্ধুর সাথে
নানা আলাপচারিতার মাঝে
প্রসঙ্গক্রমে উঠে আসে
আমরা এখন চারের ঘরে।
সময় যে নিজ গতিতে বয়ে চলেছে
যা ধরে রাখবার শক্তি
আমাদের হাতে নেই।
মনে পরে সেই ষোল-আঠারোর স্মৃতি গুলোকে
সত্যিই যদি আবার ফিরে পেতাম
সেই ষোল-আঠারোর দিন গুলোকে।
যে দিন গুলো ছিল কতই না আনন্দের
না ছিল তেমন কোনো দায়-দায়িত্ব,
না ছিল কোনো সংসার ধর্ম।
শুধু ছিল পড়াশুনা, খাওয়া-দাওয়া
খেলাধূলা, ঘোরাঘুরি আরও কতকিছু,
যদিও জানি আমরা, যা চলে গেছে
তা আর ফিরে আসবেনা কোনদিন
তবুও যেন সেই দিন গুলো
মন ফিরে পেতে চায় অনুদিন।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
কবি উদয় পদ বর্মন। জন্ম ১৩৮৬ বঙ্গাব্দের ১৮ পৌষ (ইং-১৯৭৯ সালের ৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। পিতা-শ্রী হরিপদ বর্মন, মাতা-শ্রীমতি রেণুকা বর্মন, স্ত্রী-শ্রীমতি তনুশ্রী বর্মন এবং একমাত্র পুত্র কৈরব বর্মন।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।