
হয়ে ওঠে হৃদয়ের পাশে
-ত্রিদিবেশ দে
≈≈≈≈≈≈≈≈
চুপ করে থাকো,
যেন বেঁচে থাকো।
শকুনেরা এখন বাতাসের মালিক—
চোখে কেবল মাংসের খণ্ড।
নাম হয়ে ওঠে হৃদয়ের পাশে।
সন্ধ্যায় কেউ হাঁটে নিঃশব্দ পায়ে,
তাকালে কেবল শীতল চোখ
সামনে হাঁটলে দেখা যায় রক্তচিহ্ন ভেজা পথ।
এখন দিনের কোলে,
পাখিরা গান গায় না
মানুষের কণ্ঠ ভয়ে পেঁচিয়ে থাকে
জিভের নিচে সাহস কাঁপে।
ঝুঁকি নিয়েও বলে সাহসের কথা,
রেডিও বন্ধ, পত্রিকায় ছবি নেই,
এ আর এক ভিন্ন পৃথিবী
নিঃশ্বাসে জড়ানো বিপ্লবের স্বর।
পথ ঘাটের নাম মুছে গেছে মানচিত্রে,
দেয়ালে লেখা ছিল-
চুপ করে থাকো
যেন বেঁচে থাকো।
≈≈≈≈≈≈≈≈
-কবি পরিচিতি –
আমি ত্রিদিবেশ দে, পূর্ব মেদিনীপুরের দিঘায় জন্মস্থান বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যে কে ভালবাসতাম। অবসর সময়ে কলম হাতে নিজের মনের ভাব প্রকাশ করি এবং সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত আছি।