যাচনা যে যাচে না

-রবিন রায়

∼∼∼∼∼∼∼∼∼

তুমি মোর হৃদি যাচনা, ওগো তুমি কামনা,

বিধি মোর চির বাম, সে তো যাচে না ;

হায়! সে তো যাচে না.!

আমার কল্পনা জগতে আছো তো মূর্ত,

তবু ভালোবাসা পেলো না গতি স্ফূর্ত;

তোমায় নিয়ে বৃথা মোর যত ভাবনা,

হায় মরি যত ভাবনা !

ছলনায় দিয়েছেন বিধি নিঠুর বিধান,

তোমার মনে ভরে মোর প্রতি যুযুধান ;

তাই তো বিফলে যায় সকল সাধনা,

হায় রে সকল সাধনা!

হৃদয়েতে দিলেও টান, দেননি সফলতা,

স্বপ্ন দেখিয়ে অবশেষে সেই বিফলতা ;

বড় অসহ যে মোর প্রাণে এই যাতনা,

হে বিধাতা এই যাতনা !

আবেগ ঘাতে আবেশ পাতে দিলে দুখ,

বিরহ দাহে পুড়িয়ে পাও যদি গো সুখ ;

বাসনা পূর্তিতে মৃত্যু দিও এই প্রার্থনা,

বিদগ্ধের এই প্রার্থনা।

তুমি মোর হৃদি যাচনা, ওগো তুমি কামনা।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিত ঃ—-

কবি ও সাহিত্যিক রবিন রায় একজন নিম্নবিত্ত পরিবারের ছোটো এবং একমাত্র পুত্র সন্তান। পিতা স্বর্গীয় প্রফুল্ল রায় এবং মাতা নির্মলা রায় দেবী।

অভাবের সংসারে বেশি দূর পড়ালেখা হয়নি। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। এখন একজন শ্রমিক মাত্র। কাজের ফাঁকে অবসর মতো লেখালেখি করেন সাহিত্যকে ভালোবেসে। বেশ কিছু পত্র পত্রিকায় তাঁর কিছু সংখ্যক লেখা প্রকাশিত হয়েছে।

অর্থাভাবে এখনো একক কাব্যগ্রন্ত প্রকাশ করতে পারেননি। তাঁর চমকিত লেখা আপনাদের ভালো লাগবে বলেই আশা করা যায়। লেখাখানি পাঠ করে দেখার অনুরোধ রইলো সতত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*