আসা যাওয়া সত্য

-বিজয়া মিশ্র

≈≈≈≈≈≈≈≈≈≈

বোধনবেলা ঢাকের তালে

আগমনীর আবাহন,

তখন শুধুই উদ্বেলতা

আনন্দে অবগাহন।

মায়ের যাওয়ার সময় হলে

তখনও ঢাকের তালে,

কেমন যেন মনকেমনের

সুর শুনি সেই বোলে।

মায়ের মুখে বিষন্নতা

নবমী নিশি পোহালে,

দর্পণে হেরি মার মুখখানি

পাত্রভরা জলে।

পান্তাভাতে পঞ্চব্যঞ্জন

দধিকর্মার ডালা,

ভোগদৃষ্টির প্রসাদ ধন্য

মায়ের বিদায় বেলা।

ঘাসের বুকে লুটিয়ে শিউলি

জানায় মনের কথা,

হিম টলমল যেন সে অশ্রু

বিসর্জনের বেলা।

মনখারাপি মেঘলা চোখে

লুটিয়ে কশের বন,

মায়ের যাওয়ার সময়ে সেও

যেন অধোবদন।

তবুও সত্যি আসা যাওয়া

প্রতীক্ষা আর খুশি,

মিলেমিশে থাকা জীবনছন্দে

উৎসব ভালোবাসি।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি

বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। নিত্য দারিদ্র, আশেপাশের কিছু মানুষের প্রাত্যহিক বিরূপ মনোভাব,কোনঠাসা করার প্রয়াস মিথ্যে করে বড় হয়ে ওঠা। আশৈশব বিভিন্ন লড়াই চিন্তা চেতনাকে পুষ্ট করেছে। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই।বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান । বর্তমানে লাইফ কোচ এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর।সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*