কে বলে তোমার হয় বিসর্জন

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞∞

আজ আর গুমোট নেই আকাশ

কিন্তু কিছু অবসাদের মেঘ জমেছে মনে ,

দু’নয়নে অঝোর ধারায় তারই প্রবল বরিষণ

ভাসানের করুণ বাদ্য শুনে !

সকল অপেক্ষার প্রহর শেষ

থেমে গেল অনাবিল আনন্দ লহরী !

একদলা জমাটি দুঃখে ভারাক্রান্ত হৃদয়

অনামী বেদনা এখন ভাবুক প্রাণের সহচরী ।

ঝরে যাওয়া শিউলির মতই

কল্পনাহারা চঞ্চল অনুভুতির পরিধি ,

নিমেষে হারলো সানন্দের স্বাচ্ছন্দ্য

বিদায়ের বিদীর্ণ হতাশায় অন্তর কাঁদে নিরবধি !

চলে গেলে তুমি বিলায়ে শুভকামনা

সাথে কিছু স্বান্তনার সুনন্দিত সুহাস ,

অবুঝ মন আমার কুড়োয় স্মৃতির ধূলো

ফেরার সদিচ্ছাটুকু জড়িয়ে অফুরান বিশ্বাস ।

আবার এসো মা আহত প্রাণ জুড়াতে

তোমার আবির্ভাব নিংড়ে নেয় ক্লান্তির অনশন ,

আজ হতে আগামীর গন্তব্য হোক শুভকামনা রত

তুমি আছো মনে প্রাণে, কে বলে তোমার হয় বিসর্জন!

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল, জন্ম ১৯৮২ । গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ, জেলা উঃ-২৪ পরগনা। পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*