
মিছিল
-লালন চাঁদ
≈≈≈≈≈≈≈≈≈
সামনে মিছিল
পেছনে মিছিল
মিছিলে মিছিলে ছয়লাপ সব রাস্তা
কতো দাবি কতো স্লোগান
তবু পাল্টে না এই কুৎসিত সমাজ
আসে না বিপ্লব।
রক্তাক্ত রাজপথে মিছিল
বড়োশুলে জমায়েত লাখো লাখো মানুষ
ঘড়ির কাঁটায় রাত দশটা
বাবা ফিরে এলো বাড়ি
মা এলো না।
রক্তাক্ত লাশ
ধর্ষিতা আমার মা। হাজারো মা l
চারদিক শুনশান
প্রতিটি প্রহরে খুন জখম রাহাজানি
মৃত্যুর মিছিল।
জানি এ স্বাধীনতা মেকি
এ স্বাধীনতা আমার না
এ মৃত্যুর দেশ আমার না।
≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি-
জন্ম পঞ্চাশের দশকের শেষ ভাগে। এক হত দরিদ্র পরিবারে। ভাত কাপড়ের অভাব। প্রতিদিন সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতেখড়ি। মামাদের অবস্থা স্বচ্ছল। তাই মাতুলালয়ে গমন। এখন থেকেই উচ্চ মাধ্যমিক। দশম শ্রেণির ছাত্র থাকাকালীন স্কুল ম্যাগাজিনে তার প্রথম কবিতা ‘ ভালোবাসা ‘ প্রকাশিত হয়। এই সময়ে তিনি বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত। বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত। এ যাবৎ তার লেখা একক কাব্যগ্রন্থের সংখ্যা ২১ টি। গল্পগ্রন্থ ২ টি। ই কাব্যগ্রন্থ ৪ টি। এ ছাড়া আছে তার অপ্রকাশিত উপন্যাস ও নাটক। তিনি প্রচুর সম্মাননার অধিকারী। তিনি প্রতিদিন লেখেন। লেখা তার নেশা। না লিখলে তার মন ভালো লাগে না। না লিখলে তিনি নিঃস্ব হয়ে যান। ‘ কবিতার পাতা ‘ য় তিনি প্রতিদিন লিখতে চান। কেবল সম্মতির প্রয়োজন। ধন্যবাদ। ঠিকানা গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ। জেলা = দক্ষিণ দিনাজপুর।