
কবি ও কবিতা
-শান্তি দাস
∼∼∼∼∼∼∼∼∼
কবি ও কবিতা একে অপরের পরিপূরক জানি,।
ভাব আর ভাষার মেলবন্ধনে মধুর ছন্দ বাণী।
ছন্দে ছন্দে শব্দের বাহার কবির সৃষ্টি কবিতা,
কবির ও কবিতায় শুধু রয় স্নেহের নিবিড়তা।
কবিতায় প্রাণ দিতে কবির কবিতার হোক জয়,
অন্তরের কথা কাব্য আকার দিয়ে হৃদয় পবিত্র হয়।
কবি ও কবিতা সম্পর্কে শুধু বন্ধু সম রয়,
তাই তো কবিতায় প্রাণ কবির হাতে সৌন্দর্য সৃষ্টি হয়।
কবির কল্পনা গুলো ইচ্ছে ডানায় কল্পনাপ্রবণ ধায়,
জীবনের সবকিছু ফুটে উঠে এর মন শাখা প্রশাখায়।
মনের ভাবনা গুলো যখন কালি ও কলম খাতার পাতায়,
কথাগুলো যেন প্রাণ পায় কবির লেখা কবিতায়।
কবি কবিতার প্রাণের সঞ্চারে মেতে উঠে আঁকে নানা ছবি,
কল্পনার তুলি দিয়ে সাজিয়ে তুলে যেন আকাশের রবি।
কবিতায় ফুটে এলোমেলো অগুছালো শব্দ ভাণ্ডার।
সাজিয়ে তোলে রূপ রস বর্ণ ছন্দের শব্দ সম্ভার।
মাতৃগর্ভে জন্ম নিয়ে শিশু তিল তিল করে বড় হয়,
কবির অন্তর মাঝে তেমনি করেই কবিতার প্রাণ লুকিয়ে রয়।
কবি প্রেম দিয়ে সৃষ্টি কবিতা আর কবি দেন সেই কবিতায় প্রাণ,
পাঠক পাঠিকারা কবিতা পড়ে খুঁজে নিতে চান ভালোবাসার ঘ্রাণ।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু