
বিশ্ব শিক্ষক দিবস
-আশীষ খীসা
≈≈≈≈≈≈≈≈≈
দেশ বিদেশে হচ্ছে পালন
বিশ্ব শিক্ষক দিবস আজ,
শিক্ষক দেন না শুধু শিক্ষা
করেন আরও কত কাজ।
শিক্ষক হলেন জ্ঞানী-গুণী
শিক্ষার্থীদের দেন শিক্ষা,
শ্রদ্ধা দিয়ে সম্মান করে
শিক্ষার্থীরা নেয় দীক্ষা।
শিক্ষক হলেন জ্ঞান কারিগর
করেন জ্ঞানের অগাধ চাষ,
সহজ-সরল জীবন তাঁদের
করেন সাধাসিধা বাস।
নেই যে তাঁদের বিলাসিতা
নেই নামি-দামি গাড়ি,
শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে
ফিরেন যে সোজা বাড়ি।
জ্ঞানের মশাল জ্বালান সদা
দেশ উন্নয়নের তরে,
তাঁদের দ্বারা শিক্ষার আলো
জ্বলছে যে ঘরে ঘরে।
তাঁদের থেকে শিক্ষা নিয়ে
মন্ত্রী,রাষ্ট্রপতি হয়,
শ্লোগান দিয়ে ধ্বনিত হোক
বিশ্ব শিক্ষক দিবসের জয়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা,
মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর।
স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা,
উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে
স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.
(১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।
তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ