
কবিতা লিখব বলে
-রীনা
∼∼∼∼∼∼∼∼
জীবন্ত এ জীবনে
চারপাশের সবাইকে
বড্ড বেশি মনে হয় অচেনা
অতি পরিচিত মুখগুলো ও
থেকে যায় অজানা।
মনের ভেতরে মন
খুঁজে ফিরি যখন ,তখন
সব যেন ধোঁয়াশা মনে হয়।
কখনো, বা কলম থেমে যায়
জীবনের নিগুর বাস্তবতায়।
পথ হারা পথিকের
আর্তনাদ বোঝার প্রচেষ্টায়
চাতক নয়নে চেয়ে রই
কবিতা লিখব বলে
অগোছালো পংক্তি মালা গুলো
লেখার ইচ্ছা কে
নিষ্প্রাণ করে দেয়।
∼∼∼∼∼∼∼∼
,,,, কবি পরিচিতি,,,
আমি রীনা। পুরান ঢাকার মেয়ে, জন্ম উর্দু রোড। বেড়ে ওঠা হাজারীবাগে। সালেহা উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে কলেজে ভর্তি হলাম।
বর্তমানে সংসার জীবনে একটি কন্যা সন্তানের জননী। সংসারে ব্যস্ততার মধ্যেও কবিতার পাতা জন্য লেখা লিখি করি। ভালো থাকবেন সবাই ধন্যবাদ।