
সুরের সম্রাট জুবিন
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞
তোমার চরণে ধরা হয়েছিল ধন্য।
সুরের সম্রাট তুমি সুরের আকাশে।
মুগ্ধ সবাই তোমার যাদুকরী স্পর্শে।
সত্যি গানের জগতে তুমি গণ্যমান্য।
অসম তথা ভারত গর্বিত তোমাতে ।
হৃদয় হরণে তুমি সর্বসেরা ব্যক্তি ।
তোমার সুরকে বঞ্চনা? নেই কারো শক্তি ।
শিশু থেকে বৃদ্ধ সবে সেই সুরে মাতে ।
কিন্তু তুমি চলে গেলে, দিয়ে গেলে ব্যথা।
সবার প্রিয় জুবিন তুমি এই ভুমে ।
বহুজনে উপকৃত তোমাতে অসমে ।
মানবতা সঞ্চারনে তুমি ছিলে হোতা ।
সুরের মহিমা লাগে বেশ রোমান্টিক।
কখনো সেটা হয়েছে বেশ মানবিক।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।