পরিপূর্ণ মর্যাদায়

-মীর সেকান্দার আলী খোকা

≈≈≈≈≈≈≈≈≈≈

চোরেরা ঘরে ফিরবে না,শূন্য হাতে নয়

কিছু একটা নিয়ে ফিরতে হবে ঘরে।

সংসার টানাপূরাণ উঠান,

দেউলিয়া হেঁসেল ঘর

কাঁদছে বটি, উনুনে বিড়াল।

বহুদিন কেটেছে সময় অপেক্ষার প্রহর

তার শেষ হয়েছে,

এখনি সময় ফসল নিতে হবে ঘরে।

বাতাসে সংমিশ্রণ গন্ধ আসে

চাউল ভেজে কে যেন খায়,

অনাহারে ফুটপাত।

ইতিহাস লিখে রেখেছে তারিখ

দুর্ভিক্ষ হয়েছিল কবে, বন্যা-খরা

রক্তের নদীতে কবে সাঁতার কেটেছিল জঞ্জাল।

ইতিহাস-ইতিহাস ডেকে আনে,

যে পথে হাঁটছি এখন কে যেন হেঁটে গেছে এই পথে।

ফুটেছিল তাজা ফুল আশা নিয়ে বুকে

ফুল নেই ইতিহাস আছে।

ইতিহাস আমাকে কাঁদায় কাঁদে ইতিহাস,

আবার কবে যেন আসবে ঝড়

মেঘ ঘোরে আকাশে।

সূর্য কেঁদে ফিরে, কেঁদে ফিরে চাঁদ,

প্রভাত খোঁজে পাখিরা সবাই

কবে শেষ হবে গভীর রাতে কুকুরের আর্তনাদ!

রবি, তুমি ফিরে এসো আবার

আত্মমর্যাদার অস্ত্রের ঝংকারে।

কাঁপুক বিশ্ব, দেখুক, আমি বাঁচতে চাই

আমার মত করে পরিপূর্ণ মর্যাদায়।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি মীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগের শহর রাজশাহী। পাঁচ ভাই, তিন বোন, কবি সপ্তম। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। শৈশবের অনেকটা সময় রাজশাহীঞ্চলে কেটেছে ,ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় একটি ইসলামিক গজল লেখার মাধ্যমে শুরু হয় কাব্য লেখা। একসময় দৈনিক সানশাইন রাজশাহী, দৈনিক উত্তরা ও ষান্মাসিক সংজ্ঞা দিনাজপুর, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ও প্রিয়তমেষু ঢাকা, আলপনা ও সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও থেকে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে, বর্তমানে কবিতার পাতাও স্বরলিপি সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় লিখছেন। ইতিমধ্যে কবি জহুরুল হক সাহিত্য পুরস্কার, স্বরলিপি পুরস্কার, জাতীয় কবিতা মঞ্চ হতে ইরানি রাষ্ট্রদূত ও কবি মুহাম্মদ হাসান নিজামী কর্তৃক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। একাধিকবার কবিতার পাতা থেকে সাপ্তাহিক সেরা ও বাৎসরিক সেরা উপাধি অর্জন করেছেন, এছাড়াও সাহিত্য গ্রুপ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে। ২০২৫ ইং বাংলা একাডেমি বইমেলাতে একক কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয়েছে, ২০২৬ সালে আরো দুটি কাব্যগ্রন্থ, সময়ের রং, লাল ঘুড়ি নীলমণ থাকবে বলে আশা করছি ইনশাল্লাহ। সকলের দোয়ায় ছোট ছোট পথ চলাতে আমার পথ চলছে, আমিন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*