দেশের মাটি

-মিলাদ হোসেন

∞∞∞∞∞∞∞

দেশের মাটি প্রিয় মাটি

সোনার চেয়ে খাঁটি

এই মাটিতে জন্ম নিয়ে

আনন্দে হাঁটি।

সবার আগে প্রিয় ভুমি

মায়ের মতো

মিশে আছে সুখ সবই

আনন্দ যত।

এই মাটিতে স্বপ্ন বুনে

করি চাষাবাদ

আছে যত অকল্যাণ

করি যে আবাদ।

মিশে আছে এ মাটিতে

দেহ মন প্রাণ

এই মাটিতে গন্ধ শুকে

পাই স্নিগ্ধ ঘ্রাণ।

নদীর বুকে নৌকা চলে

পাল তুলে মাঝি

এই মাটি অঙ্গে মেখেই

দিনমান সাজি।

∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি ঃ

দুটি পাতা একটি কুঁড়ি খ্যাত মৌলভীবাজার জেলা শহরের নিকটবর্তী ০৭ নং চাঁদনী ঘাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মমরুজপুর গ্রামে এক মুসলিম পরিবারে লেখক মিলাদ হোসেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মছব্বির এবং মাতার নাম খুর্শেদা বেগম।

তিনি একজন প্রতিশ্রুতিশীল লেখক। সহজাত প্রবৃত্তি আর নিজের আনন্দেই লেখালেখি করেন। তার লেখনিতে প্রষ্ফুটিত হয় জাগতিক দেশপ্রেম বিশ্বাস ও ভালোবাসার কথা। হৃদকাব্য নামে লেখকের একটি একক কাব্যগ্রন্থ সহ অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখনি চর্চা চালিয়ে যাচ্ছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*