
গণেশ মামার শর্ত
-মহা রফিক শেখ
∼∼∼∼∼∼∼∼∼∼
গণেশ মামা পণ করেছে
যাবে নাকো ধামে,
এই কথাটা লিখে জানায়
নীল রঙের খামে।
খাম খুলে দুর্গাদেবী
গেলেন ভীষণ রেগে,
ফোন করে বললো কথা
যেন কামান দেগে।
ধমক শুনে গণেশ মামা
এলো মোদের মর্ত্যে,
হাতির শুঁড় মাথায় নিয়ে
গোপন এই শর্তে।
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচয় –
জন্ম 1984 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মহিসার গ্রামে। পড়াশুনা বাংলায় স্নাতক এবং সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি। প্রথম প্রকাশিত বই “একটু আলাদা” প্রকাশিত হয় 2024 সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। সাপ্তাহিক পলাশ, ইচ্ছাশক্তি, নব প্রভাত, কিশলয়, নীরব আলো, শব্দদ্বীপ, ছন্দকানন, মুক্তমঞ্চ প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখা বেরোয়। বর্তমানে Jana Bank এ মর্টগেজ বিভাগে সিনিয়র ক্রেডিট ম্যানেজার হিসেবে কর্মরত।